logo.png
logo.png

শেখ রাসেল স্মৃতি ফুটবল টুর্নামেন্ট সিজন -২

শেষ হয়ে গেল ঢাকা ডেন্টাল কলেজ ছাত্রসংসদ আয়োজিত "শেখ রাসেল স্মৃতি ফুটবল টুর্নামেন্ট সিজন -২"। টুর্নামেন্টে ৬ টি দল অংশগ্রহণ করে লিজেন্ড টিম,
ডি-৫০,ডি-৫১,ডি-৫২,ডি-৫৩ ও ডি-৫৪।

দুইটি গ্রুপে ভাগ হয়ে টুর্নামেন্টের প্রথম দিনে ডি-৫৩ ও ডি-৫৪ এর ম্যাচটি ০-০ গোলে ড্র হয়, 
ডি-৫১ কে ১-০ গোলে পরাজিত করে ডি-৫২।

দ্বিতীয় দিনে লিজেন্ড টিম ও ডি-৫৪ এর ম্যাচটি ০-০ গোলে ড্র হয়,ডি-৫০ ও ডি-৫২ এর মধ্যকার ম্যাচটিও ০-০ গোলে ড্র হয়।

তৃতীয় দিনে ডি-৫০ কে ৩-০ গোলে উড়িয়ে দেয় ডি-৫১, লিজেন্ড টিমকে ১-০ গোলে পরাজিত করে ডি-৫৩। 
টুর্নামেন্টের সবচেয়ে সিনিয়র দুই ব্যাচকে হটিয়ে সেমিফাইনালে উঠে যায় ডি-৫১,ডি-৫২,ডি-৫৩,ডি-৫৪।

প্রথম সেমিফাইনাল এ ডি-৫৩ কে ২-১ গোলে হারিয়ে প্রথম টিম হিসেবে ফাইনালে যায় ডি-৫১।

দ্বিতীয় সেমিফাইনালে তুমুল উত্তেজনাকর ম্যাচে ডি-৫৪ কে ট্রাইবেকারে ২(৬)-২(৫) গোলে পরাজিত করে ডি-৫২।

ফাইনাল ম্যাচে ডি-৫২ ব্যাচ কে টাইব্রেকারে ৩-২ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে ডি-৫১ ব্যাচ। ডিডিসি ইন্টারব্যাচ ফুটবল টূর্নামেন্টে এই প্রথম বারের মত শিরোপা অর্জন করে ডি-৫১ ব্যাচ।

ঢাকা ডেন্টাল কলেজ পরিবার শহীদ পুলিশ স্মৃতি স্কুল প্রশাসন কে আন্তরিক কৃতজ্ঞতা জানাচ্ছে তাদের আন্তরিক সাহায্য সহযোগীতার জন্য । অংশগ্রহন কারী প্রতিটি দলের জন্য শুভেচ্ছা ও অভিনন্দন ।